Unknown Unknown Author
Title: অল্প খরচে ছোট একটা ফিউজ টেস্টার বানিয়ে নিন !
Author: Unknown
Rating 5 of 5 Des:
আমরা অনেকে একটু একটু ইলেক্ট্রোনিক্সের কাজ জানি ! তার পাশাপাষি বিভিন্ন রকমের ইলেক্ট্রোনিক্সের সামগ্রী ব্যবহার করি ! প্রতিটি উন্নত মানের সার...


আমরা অনেকে একটু একটু ইলেক্ট্রোনিক্সের কাজ জানি ! তার পাশাপাষি বিভিন্ন রকমের ইলেক্ট্রোনিক্সের সামগ্রী ব্যবহার করি ! প্রতিটি উন্নত মানের সার্কিটে প্রোটেকশনের জন্য ফিউজ ব্যবহার করা হয় ! কিন্তু অনেক সময় দেখা যায় সার্কিট কাজ করে না ! তখন আমরা আগে ফিউজ টেস্ট করে দেখি ঠিক আছে কি না ! কিন্তু ফিউজ টেস্ট করতে গেলে সার্কিট থেকে খুলতে হয় ! এবার আর ফিউজ খুলে টেস্ট করতে হবে না ! নিজেই খুব সহজে বানিয়ে নিন একটা ফিউজ টেস্টার !

এর জন্য নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন !
1.2 কিলোওহমের রেজিস্ট্যান্স একটি যার ওয়াট 1/4 !
দুইটি 3mm বা 5mm এর লাল কালারের LED !
দুইটি 3/20 এর 5 inch তার যা দিয়ে আপনি সার্কিটে ধরার প্রোব বনাবেন ! এর জন্য দুইটি তারেরই দুই মাথা থেকে ইনসুলেশন সরিয়ে নিন ! তাহলে তিনটা তারের গেজ দেখতে পাবেন ! দুইটি তারেরই যেকোন এক প্রান্তে তিনটা গেজ থেকে দুইটি গেজ কেটে ফেলুন ! তৈরী হয়ে গেল আপনার প্রোব !


এবার নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
LED বাল্বের পিন এর চিত্র দেখুন !


সার্কিটটি বানানো হয়ে গেলে যেই সার্কিটের ফিউজ টেস্ট করবেন সেই সার্কিটের ফিউজের দুই প্রান্তে প্রোব দুইটি ধরুন! যদি যেকোন একটি LED বাল্ব জ্বলে তাহলে বুঝবেন ফিউজ কেটে গেছে ! আর যদি একটিও LED বাল্ব না জ্বলে তাহলে বুঝবেন ফিউজ ভাল আছে এবং আপনার সার্কিটের অন্য কোথাও সমস্যা আছে !একটু লক্ষ্য করুন :


আপনি যখন কোন সার্কিটের ফিউজ টেস্ট করবেন তখন অবশ্যই ওই সার্কিট যত ভোল্টে চলে তত ভোল্ট প্রবেশ করাতে হবে !
যেগুলো সার্কিট 25 ভোল্টের ( ডিসি বা এসি ) নিচে চলে সেগুলোর ফিউজ টেস্ট করতে পারবেন ! 25 ভোল্টের উপরে যেই সার্কিট চলে সেগুলোর ফিউজ এটির দ্বার টেস্ট করতে পারবেন না !

About Author

Advertisement

Post a Comment

 
Top