Unknown Unknown Author
Title: সামনের পূজাতে LED দিয়ে আপনার ঘর ডেকোরেটেড করুন !
Author: Unknown
Rating 5 of 5 Des:
এটি একটা ফ্লাশার সার্কিট হলেও LED সাজানোর ভিত্তিতে এটিকে খুব সুন্দর দেখাবে ! LED গুলোর দিকে একটু তাকিয়ে থাকলে তিনটা স্টাইল লক্ষ্য করা যা...


এটি একটা ফ্লাশার সার্কিট হলেও LED সাজানোর ভিত্তিতে এটিকে খুব সুন্দর দেখাবে ! LED গুলোর দিকে একটু তাকিয়ে থাকলে তিনটা স্টাইল লক্ষ্য করা যাবে ! যেমন, একবার মনে হবে LED গুলো যাওয়া আসা করছে ! আবার মনে হবে LED গুলো একটা জ্বলছে আরেকটা নিভছে ! আবার মনে হতে পারে LED গুলো এলোপাথারি ভাবে জ্বলা নেভা করছে ! এটি যদি আপনিও বানাতে চান তাহলে নিচের
কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
রেজিস্ট্যান্স R1 = 27 কিলোওহম !
রেজিস্ট্যান্স R2 = 27 কিলোওহম !
পোলারিস্ট ক্যাপাসিটর C1 = 100uF 10V !
পোলারিস্ট ক্যাপাসিটর C2 = 100uF 10V !
নোনপোলারিস্ট ক্যাপাসিটর C3 যার কোড = 203 ! তবে 104 লাগালেও কাজ হবে !
ট্রানজিস্টর Q1 = 9014 !
ট্রানজিস্টর Q2 = 9014 !
6 টা লাল ও 6 টা সবুজ LED !
হ্যাউজ ওয়্যারিং এর প্লাস্টিক চেনেল মাপ মত !
এবার কম্পোনেন্টগুলোর মাঝে নিচের চিত্রের মত করে সংযোগ দিন !

এবার LED গুলো প্লাস্টিক চেনেলে 4 থেকে 6 inch দুরে দুরে এমন ভাবে সেট করুন যেন প্রথমটা লাল LED হলে দ্বিতীয়টা সবুজ হয় !

এবার 1 নম্বর LED থেকে 6 নম্বর LED এর মাঝে চিত্রের মত করে সংযোগ দিন !





এখন 7 নম্বর LED থেকে 12 নম্বর LED এর মাঝেও একই সংযোগ দিন ! তাহলে আপনার দুইটা LED সার্কিট তৈরী করা হল ! এই দুইটা LED সার্কিটের মাঝে প্যারালাল সংযোগ দিন ! যেমন প্রথম LED সার্কিটের LED+ লাইলের সাথে দ্বিতীয় LED সার্কিটের LED+ এক করে দিন ! একই ভাবে যেকোন LED- এর সাথে LED- এক করে দিন ! বাকি LED- লাইলগুলোও এক করে দিন ! তাহলে 2 টি সার্কিটের 6 টা লাইল থেকে 3 টা লাইন বের হবে !

এগুলো হল , LED+ , LED- ও LED- ! এবার মেইন সার্কিটের LED+ লাইলের সাথে LED সার্কিটের LED+ লাইন ও বাকি দুইটি LED- লাইনের সাথে LED সার্কিটের LED- লাইন কানেক্ট করুন ! এবার সার্কিটটিতে ডিসি 6 ভোল্ট থেকে 9 ভোল্ট প্রবেশ করান ! দেখবেন খেলা শুরু হয়ে গেছে !


About Author

Advertisement

Post a Comment

 
Top