Unknown Unknown Author
Title: খুব সহজে একটি এক ওয়াট ক্ষমতা সম্পন্ন অডিও অ্যাম্পলিফায়ার বানিয়ে নিন !
Author: Unknown
Rating 5 of 5 Des:
আজ আমি আপনাদের একটি Simple অডিও অ্যাম্পলিফায়ার বানানো শিখাবো ! এটি যে কেউ বানাতে পারবেন ! কারণ এটি খুব ছোট একটি সার্কিট !


আজ আমি আপনাদের একটি Simple অডিও অ্যাম্পলিফায়ার বানানো শিখাবো ! এটি যে কেউ বানাতে পারবেন ! কারণ এটি খুব ছোট একটি সার্কিট !

এর জন্য নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
10uF 16V এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
470uF 16V এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
0.22uF যার কোড 224 এই মানের নোন পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
470 ওহমের রেজিস্ট্যান্স একটি ! 5 কিলোওহমের ভেরিএবল রেজিস্ট্যান্স একটি !
2 ওয়াটের 10 ওহমের রেজিস্ট্যান্স একটি !
LM 317 এই নাম্বারের রেগুলেটর আইসি একটি !
8 ওহমের স্পিকার একটি !
9 ভোল্টের ব্যাটারী একটি !

এবার চিত্রের মত করে সংযোগ দিন !



কি অবাক হলেন তো? ভাবছেন LM 317 এটি তো রেগুলেটর আইসি , এটি দিয়ে কিভাবে অডিও আউট হবে ? যদিও এটি একটি রেগুলেটর আইসি তবুও এটি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন অডিও আউট পুট করবে ! এই আইসি এর সাথে ভালমানের হিট সিংঙ্ক লাগাতে হবে ! আর ভেরিএবল রেজিস্ট্যান্স দিয়ে ভলিউম কম বেশি করতে হবে !

About Author

Advertisement

Post a Comment

 
Top