Unknown Unknown Author
Title: কম খরচে LED টিউব লাইট তৈরী
Author: Unknown
Rating 5 of 5 Des:
এবার আলোচনা এসি বিদ্যুত্‍ দিয়ে কিভাবে LED বাল্ব জ্বালানো যায় এই বিষয়ে ! এবার আপনি নিজেই তৈরী করতে পারবেন একটা LED টিউব লাইট ! এর জন্য নি...


এবার আলোচনা এসি বিদ্যুত্‍ দিয়ে কিভাবে LED বাল্ব জ্বালানো যায় এই বিষয়ে ! এবার আপনি নিজেই তৈরী করতে পারবেন একটা LED টিউব লাইট !
এর জন্য নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :



1. 30 টা 1/4 ওয়াটের সাদা আলোর LED বাল্ব !
2. একটা নোনপোলারিস্ট ক্যাপাসিটর যার মান 0.22uF 400V ! তবে এই ক্যাপাসিটর হয়তো দোকানীরা চিনবে না ! এর জন্য আপনাকে এই ক্যাপাসিটরের কোড ব্যবহার করতে হবে ! এর কোড হল 224 ! অর্থাত্‍ দোকানদার কে বলতে হবে 224 4 400V pf এর কথা !
এর চিত্র দেখুন !


তবে 224 এর শেষে J, K ইত্যাদি লেখা থাকতে পারে !
3. একটি 1 ওয়াটের 1 কিলোওহমের রেজিস্ট্যান্স যার কালার হল বাদামী কাল লাল সোনালী !





4. একটা সুইচ !

এবার চিত্রের মত করে সংযোগ দিন !
চিত্র বুঝতে অসুবিধে হলে নিচের লেখা দেখুন :


প্রথমে 30 LED থেকে 2 টা করে LED নিয়ে 15 টা ভাগ করুন !
LED গুলো লক্ষ্য করে দেখুন এর পিন লম্বা ও এক পিন খাটো ! চিত্র দেখুন ! এবার প্রতিটা ভাগের 2 টা LED এর মাঝে এমন ভাবে সংযোগ দিন যেন একটার লম্বা পিন অপরটার খাটো পিনের সাথে এবং একটার খাটো পিন অপরটার লম্বা পিনের সাথে সংযুক্ত হয় ! এভাবে 15 টা সংযোগ তৈরী করুন !



এবার এদের মাঝে সিরিজ কানেকশন দিন !
এরপর সিরিজ সার্কিটের এক প্রান্তে 224 400v ক্যাপাসিটর ও অপর প্রান্তে 1 কিলোওহম রেজিস্ট্যান্স সংযুক্ত করুন !

কাজ শেষ !

About Author

Advertisement

Post a Comment

 
Top